চেয়ে দেখো চারিদিকে নারী তুমি
তোমার অধিকার আদায়ের এইতো সময়
জেগে ওঠো সিংহের মতো হুংকারে,
একা কেন মনে করো নিজেকে
চেয়ে দেখো একা আছে অনেকে
নারী তুমি অত্যাচার সয়ো নারে৷
এক হওয়ার আজ এইতো সময়
ভেঙ্গে ফেলো সব শোষণের দ্বার
এখন তুমিতো নও একা আর,
তোমাকে এগোতে হবে অনেক দূর
ভাঙ্গতে হবে সমাজের পরাধীনতার শিকল
তুমিও স্বাধীন প্রমাণ করো বারবার৷
নারী তুমি নও ভোগের জন্য
এই সমাজে নওতো তুমি অবহেলিত
এখন তোমারও আছে সমান অধিকার,
প্রমাণ করো নিজেকে আমরাও পারি
হাসি মুখে এভারেস্ট জয় করতে
হতে তোমাদের মতো জজ-ব্যারিস্টার৷
হে পুরুষ জাতি শোনো আজ
তোমাদের শাষণ মানিনা আর আমরা
এখন থেকে তোমাদের করব বন্দী,
যেভাবে আমাদের করেছো অমানবিক নির্যাতন
একটু একটু করে শোধ নিব তার
আমরা স্বাধীন, তোমরা হবে বন্দী৷
জাগো নারী জাগো
এখনই তো জেগে ওঠার সময়
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও তুমি রুখে,
তোমার লুকানো প্রতিভা দেখাও বিশ্ববাসীকে
নারী তুমি থেকোনা চুপ করে
জেগে ওঠো, প্রতিবাদ করো মুখে৷
বুধবার
১৯/০৮/১৫