একখাঁচি দুঃখের স্যাম্পল সাজিয়ে,
রবিবারের হাটে আছি দাঁড়িয়ে৷
কেউ কিনবে বলে অপেক্ষার প্রহর গুনছি,
দুঃখগুলো বেচে সুখ কেনার স্বপ্ন বুনছি৷
নীরব,সুখের,বনেদি,ছোটলোকি স্বতন্ত্র কিছু দুঃখ,
আমার হৃদয়ে বাস করে হয়েছে পরিপক্ব৷
রাত্রির বাতাসে হাস্নাহেনার গন্ধ মেখে,
দুঃখগুলোকে সাজিয়েছি খাঁচায় রেখে৷
জোনাকির মিষ্টি আলো মেখেছি দুঃখের গায়,
দুঃখের ক্যাকটাস গজাতে,সে কি বিড়ম্বনা হায়!
ফেরারী চাঁদের আলোও মেখেছি দুঃখের ক্যাকটাসে,
হেমন্তের নির্দয় বৄষ্টিরা তাই মিটিমিটি হাসে৷
দুঃখের স্যাম্পল সাজানো শেষে এনেছি রবিবারের হাটে,
দুঃখের স্যাম্পল বিক্রি করে,সুখ কিনে যাব বাটে৷
দুঃখের স্যাম্পল কেউ কিনে না বলে,হাটে আসি বারবার,
আমার হাটবার বেড়েই চলছে,রবিবার থেকে শনিবার৷


০৭/০৭/১৫
মঙ্গলবার