কবিতা নামের একটি গ্রহ
যার অক্ষরেখায় হতাশা,হিংসায় ভরপুর,
কক্ষপথে ঘৃণা,নৈরাজ্য,লোভ,অপভ্রংশ চিন্তা৷
সবাই থুথু দিচ্ছে
থুথু এসে লাগছে
কবিতা গ্রহের নিরক্ষরেখায়৷
দ্রাঘিমারেখায় ছিঃগুলো
গিজগিজ করছে অবিরত৷
হাওয়ার শিকল ছিঁড়ে
ঝুলে আছে উপগ্রহ,
সবুজ স্বপ্নের বৃক্ষতো নয়
দুঃস্বপ্নের ক্যাকটাস উপগ্রহে৷
সহস্র আলোকবর্ষ দূরে
নক্ষত্রের ছায়াপথ ধরে
কবিতাকে খুঁজে পেতে
কচি কলাপাতার রং শাড়ির আঁচলে ঢেকে
পাওয়া গেল ধুধু মরুভূমির ঘূর্ণিবায়ু বলয়৷


০৮/০৭/১৫
বুধবার