নিজের সাথে অভিনয় করতে করতে
আজ আমি বড্ড ক্নান্ত,
সকালের রক্তিম সূর্যটা,
কখন যেন অন্তিম হয়ে গেছে !
আকাশ ছেঁয়ে গেছে,
কাজল মেঘের ভেলায়,
সদ্য ফোঁটা ফুল দুপুর না পেরোতেই,
কখন যে ঝরে গেছে মাটিতে,
সুভাসিনীর তীরে নিঃসঙ্গ পানকৌরী,
হূদয়ে সাড়া জাগানো আর্তনাদ ,
শিমুল ফুলের রক্ত আভায় প্রতিশোধের আগুন,
কেউ কখনো দেখেনি৷
অথচ আমি একলা বসে
চোখের সামনেই ছিল অমৃতের জয়গান ,
চোখ মেললেই দেখতে পেতাম,
তবুও আমার দু'চোখে নরকের সন্ধান ৷