জলে ভাসি


আমরা ভেসে আছি নির্ঘুম জেগে রাত্রিদিন নদী
সিকস্তি পাড়ে পেটের টানে থেমেছে মুক্ত হ্নদয়ে
পয়ার,পানিবন্ধি মানুষেরা কষ্টে দুর্ভোগে অতি
দুঃখ বাড়ে যেন সন্তানের আর্ত মুখোচ্ছবি চুয়ে
চার পুরুষের ভিটা মাটি গাও শৈশবে ক্ষয়েছি
যমুনা বিপদ সীমায়, কর্মহীন কাটিছে বেলা
জলের তুমুল দূর্সি ভাঙ্গনে জীবন স্রোতে ভাসি
এমনি অগ্নিজলে শ্রাবণ যেন বেদনার ভেলা।।


প্রকৃতি খেয়ালে মানুষেরা ভুখা-বন্দী অসহায়
জলদুংশি কাটে প্রতিটি মুহূর্তে ঢেউের সাপট
ক্ষনে ক্ষনে কেঁপে উঠে আশার ডিঙি স্বপ্নবায়
বানভাসি বেঁচে থাক লোকালয়  বাস্তূ নদী তট
এই বাংলা তবু পাখির মত মানুষে নীড় বাধে
জলসিন্দু অপার লিলায় জীবন ঝিঁসালুন রাঁধে।


পুন্চশ:
সনেট পর্যায়ের কবিতা