খেয়াল ঘুড়ি


খেয়ালের ঘুড়ি উড়াই
       এক খেয়ালের ঘুড়ি উড়াই
এই ঘুড়িতে লাগে কী
       সুতো কিবা নাটাই।।


উড়ছে দেখো স্বপ্ন সীমায়
      থামছে না যে কভু
মন পবনায় হারিয়ে গেলে
      পড়বে হয়ে উবু।।


এই ঘুড়িটা রঙ্গিন দেহে
     অচিনপুর এক কায়া
আমরা সবাই ছুটছি কোথা
    লেগেছে যাহার মায়া।


কালের সুতো ছিড়ে গেলে
      ফিরে কী আর ঘুড়ি
খেলার মোহ ক্ষান্ত হলে
      মাটিতে লুটিয়াপড়ি।