যমুনার বাঁধে


বিকেল থেকে সন্ধ্যা অবধি যমুনার বাঁধে হাটি
শরৎ কাশফুল এখনও শুভ্রতা মেলেনি দু'ধারে
স্রোতের ধ্বনি যেন টানে কালের উজান ভাটি
মনের বালুকা ভিজিছে তরঙ্গ ভাঙ্গার আদরে
কত যে ফসলি জমিভিটামাটি জলের খেয়ালে
নিশ্চিহ্ন,বেদনার রঙ মুছে মানুষ ঘুরে দাড়ায়
শক্ত হ্নদয় যেন এই সব পাড়ে বসতির ফলে
মাটি আঁকড়ে বাঁচে নিরহ নিভৃতে বাস্তূহারায়


বিচূর্ন্য সময়-স্বপ্ন শুধুই আগমনি আশায় চলা
পদতলে যে বালু কোন দিন মুখ তুলে বলেনি
কিছু,সেই গহীন বেহাগ সুরে কাঁপায় হ্নদশলা
পলির প্রয়াণ খয়ে লীন হয়ে বিদগ্ধ প্রতিধ্বনি
মানুষে প্রকৃতি বৃত্তে দুর্মর নদী জীবনে ফেরে
চর চেনা শষ্যসোনা কালের অথৈ বৈঠা মেরে।