পাখিটি


ঘরের ভিতরে ঘর মনের গহীন তেপান্তর
দিব্যি তোমার যাওয়া আসা যেন মধুকর
নদীর বুকে জল বক্ষপুর জলরাশির ঢেউ
মাটি দিয়ে রক্ত শিরা বুঝলো তা কী কেউ।


বাড়ির ভিতর হাড়ি বাধা মধু দিয়ে যা ভরা
জহর বিষ ঢাকা তবুও মানুষ আকুলপরা
কে জানে সে কোথায় নিজ ঘরে দাওয়ায়
পাখিটি সুর চিনেছে অন্য সুখের হাওয়ায়।


দিনে রাতে চলছে উড়া উড়ায় যেন হিয়া
কে শুধায় মন পাগলায় ফিরতে কী নিয়া
মানুষ কী রঙের ডানায় শুধুই উড়া উুড়ি
সময় যেন ফেরার টানা ব্যর্থ ঘেটে মরি।।