মৃত শহরের নক্ষত্রভরা আকাশ,
অশীতিপর জীর্নশীর্ণ ক্ষয়াটে চাঁদ,
রাত জুড়ে ঘেমো গন্ধের আস্বাদ,
ভারবাহী ঘোড়াদের স্বস্তির অবকাশ;
খোজে না জীবনের গভীর কোনো বোধ,
যখন শরীর জুড়ে ক্লান্তির অবরোধ।


রাত বাড়ে......
ফুরায় মধ্যবিত্তের মোমবাতি।
ক্রমশ আঁধার বাড়ে......
নগরজুড়ে চলে মরা চাঁদের চড়ুইভাতি।