সময়টা ছিল বুনো বর্ষনের
তবুও পাহাড়ি পথ ভেঙ্গে ভেঙ্গে চূড়ায় উঠেছি অনেকবার


সময়টা ছিল ঊনিশ পেরোনো জীবনের
ট্র্যাক ছেড়ে সংকীর্ণ শহুরে দিশেহারা রাজপথে
যাপিত বোহেমিয়ান দিনগুলোর


নেশারু চোখ বুঝিয়েছিল
তুমি ভুল আবেগ
নিদেনপক্ষে এক পেয়ালা শিরীন শরাব
তবুও আমার চিরচেনা পাহাড়ি পথ নও
যেখানে উঠেছি অনেকবার বিপন্ন অস্তিত্ত্বের খোঁজে
অথচ তুমি তাই
কি অভ্রান্ত ভ্রান্তি!


সময়টা ছিল বিষন্ন শীতের বিকেল
হাড় হিম করা উত্তুরে বাতাসের
উত্তুরে বাতাস তো আমার দূত
অলখের ওপারে তোমার কাছে নিয়ে যায়
আমার সব বেদনা
সে বেদনায় তুমি কাঁপো থরোথরো


সময়টা ছিল কালের বিবরে অস্তিত্ত্বকে হারাবার
তবুও পাহাড়ি পথ ভেঙ্গে ভেঙ্গে চূড়ায় উঠেছি অনেকবার