দেখতে দেখতে ব্ছর ঘুরে এলো বৈশাখ নতুন করে
পূর্তি শত হলো গত মিলবে মানুষ নতুন করে মনের
মত।
আশির বুড়ো, শত কুঁড়ে ,নাবালক-নাবালিকা,
সবাই যেন ফুরফুরে মনে সাবালক-সাবালিকা।
কিশোর-কিশোরি সব নতুনের রঙে যেন অবসাধ
ভুলে আজ;
খায় পান্তা-ইলিশ করে মঙ্গল কামনা, গায় গান
নতুন করে, কেউবা নতুন কাপড়ে রমরমা সব সাঁজ।
চারিদিকে প্রকৃতির খেলা সারাদিন যেন সুরেলা গীতি
বসন্তে ভরা-
কত শোভাযাত্রা উল্লাসে ঘেরা রাজপথে একটাই
রসম,
সেজেছি নতুন করে গত দিনের তুলনায় আরো করব
সংগ্রাম।
আমরা করব সাধনা মিলবে মুক্তি এবছরে যদিও না
হয় অবসান।
কৃষকের ঘরে নতুন ধান কৃষাণীর মুখে হাসি  ,
নববর্ষের নবান্নে নতুন ধানে আজ খই, চিড়া আর
পিষ্টক পাশাপাশি ।

সারা বছরের কীর্তি স্মরণে তৃপ্তির হাসিতে মনপ্রাণ
শত দুঃখ, গ্লানি মুছে দিল যেন নববর্ষের গান।
প্রকৃতি আমায় শিক্ষা দেয় যেন শিক্ষাগুরুর সমান,
সব মিলিয়ে নববর্ষ যেন নতুন করে বেঁচে থাকার
আহ্বান।