মাঝে মাঝে মনে হয় পিরিতের ঝাল মিটায়ে প্রেম করি, নয়ত টক দিয়ে দধি গড়ি।
কারণ আমি তার গা ভাসা প্রেমে মজলেও ডুবে ফিরতে পারিনা কিন্তু আসল কথা মম পিরিতের স্বার্থকতা শুধু কটুক্তিতে ঘেরা!!
অনিন্দ পিরিতের নান্দনিক সুচিত্রা বাণ যখন নয়ন ধেয়ে অন্তরে প্রবাহিত হয় তখন মনে হয়, এর থেকে আমি কলঙ্কিনী সেইত ভালো।
বন্ধু আমায় রেখে এক জাগায় অন্য জনের মন মজায় না জানি সে কেমন রজকীনি; সেকি আমার মত বিরহিণীরে, নাকি মস্ত সর্বনাশিনী।
স্বজনী,,, ও রে স্বজনী,,,,পিরিতে বানাইল অভাগিনী।
আমি মানিনা এ রঙের খেলা যাবনা আর কদমতলা শুনবনা কালার বাঁশির ধবনী; তার বাঁশির সুরে মন উতলাগো তাইত আমি কলঙ্কিনী।
যদি প্রেম করিয়া দৈন্য যেত নবীকূলের সুখের লহর বইত তারা জগতে করত বাঁদশায়ি পরোয়ারি।
কিন্তু তাদের দুঃখে অযুথ ব্যাথায়-গো শান্তি নামে অশান্তি; দেখি অধর্ম দিয়ে ধর্ম চলে,পাপে পায় মানুষ শান্তি।
স্বপ্নে যে ধন মিলতে পারে বাসর সাঁজায় তাহার তরে, ফুলে ফুলে ভরি প্রেমের ডালি;
তবু কোন ভুলেতে বাসরশয্যায় আসেনা বনমালি।
স্বজনী,,,ওরে স্বজনী,,,,পিরিতি বানাইল অভিমানি।
অন্ত্রে বিয়োগ বাহিরে যোগ পঞ্চ ভূতের এক পূত
খণ্ড প্রেমের মিলন রূপ খেলছে খেলা বারে ইলাহী;
আজ বিরহ চিত্তে ব্যক্ত করি আজাদের সর্বনাশা প্রেমের কাহিনী।