১। অন্তিম আমিযে নেশাকরি, কি আছে আমার ছোট্ট জীবনের মূল্য;
যেখানে ভালোবাসা দিয়ে হওয়া যায়না প্রিয় মানুষের সমতুল্য।
জানিস অন্তিম প্রতিদিন একবেলা নেশা করি অন্যবেলা ঘুমাই,
সন্ধাবেলা হলেই মনটা অস্থির হয় কিছু প্রিয় মানুষ চাই;
যারা কিনা আমায় ভালোবাসবে আমিও ভালোবাসব!
কিন্তু সময়ের অনিয়ত নিয়ম বড্ড অস্থির
আমি জাগলেই সন্ধা নামে আর আমি ঘুমালে সে জাগে
তাইত প্রিয় মানুষগুলির সাথে সাক্ষাতি হয়না।
তবুও আমি অপেক্ষায়…
একবেলা নেশা করি অন্যবেলা ঘুমাই।
২। আমিযে অনেক ভালো -
তোমরা জানতে চাও কেন?
কারণ আমি কারো ক্ষতিও করিনা, কারো পাশেও থাকিনা;
শুধু নিজের কাজ করি তবে আশেপাশের মানুষগুলি অনেক ভালো;
দুটাকা গুজে দিলেই ভাই ভাই করে পাশ থেকে বলে
ভাই আপনি অনেক ভালো অনেক দয়ালু;
তাইত প্রয়োজনে কাজে লাগাই
এইত করে সবাই আমিও করি!  
৩। ছোট্ট গবেষণার প্রাপ্ত ফল -
জীবনে অনেক মানুষের সঙ্গে পরিচয় থাকা ভালো
কিন্তু দিন শেষে সবাই অপরিচিত!
তাই অল্প কিছু মানুষ সিলেক্ট করে নেওয়া উচিত
যাতে অল্পদিনে অল্পকথায় ভুলে না যায়।।
৪। আমি বড্ড সুখি -
যখন বুঝতে পারি আমার সুখে অন্যে দুঃখি
আসলে কি আমি সুখি না অহংকারি!  
আসল কথা আমি অনেক দুঃখি!
কারণ আমি নিজের স্বভাব বদলাতে পারিনি!
৫। আজ এতটুকুই -
কারণ গল্পলেখকের অমৃত ভাষার ছন্দে থাকে অনেক দ্বন্দ্ব।
সামাজিক ভাবে যে "ভাবুক" তার প্রকৃত মূল্য কই।
আসলে আমি জুয়াচোরা অনেক স্বার্থবাদি,
তাই অশিক্ষার মাঝে শিক্ষা ঢেলে একটু প্রমাণ করি
আমি মূর্খ, আমি প্রতারক আমি দুর্জন হতেও নির্ভীক;
তাইত আমি সমাজে সবার উপরে রই।।