আমি কাঁদতে পারিনা তবুও জম্নেই কাঁদতে
ভালোবাসি
মিশতে পারিনা তবুও মিলে মিশে চলতে
ভালোবাসি
হাসাতে চাইনা তবুও সবার হাসিতে হাসতে
ভালোবাসি।
বিশ্লেষণের দিয়ে চলিনা বিশেষণ করতে
ভালোবাসি।
আমি কৃপণ হতে চাই তবও খরচ করতে
ভালোবাসি
আমার অহমিকা নাই তবুও  অহমিকায়
ভালোবাসি
আমি দৃষ্টি আকর্ষিতা নই তবুও আকর্ষণে
ভালোবাসি
আমি পথ ভোলা নই তবু্ও পথ ভুলতে
ভালোবাসি
আমি তৃষিত আত্নার তৃষ্ণা তাই মেটাতে
ভালোবাসি
আমি দুঃখি নই তবে দুঃখজ্বালা জুড়াতে
ভালোবাসি
আমি কলুষিত সব কলঙ্কের দাগ মুছতে
ভালোবাসি
আমি জীবনের পাতায় নিজেকে ছাপতে
ভালোবাসি
আমি প্রতিটা রক্ত কলমের কালিতে ডুবতে
ভালোবাসি
আমিকে তুমি জানতে চেয়েছ কখনো
আমি আল্পনা যার চিত্রকল্প সকলের
মাঝে বিরাজিত প্রতিনিয়ত গড়েই চলেছি
জীবের মাঝে লুকিয়ে থাকা ভালোবাসাবাসি।