দিন-রাত যদি যুদ্ধ করে যায় তবে বন্ধুত্ব করবি কখন
অন্যের পাখায় ভর দিয়ে এভাবেই চলবি সারা জীবন!


বা্ম হাত যত শক্ত ভাবি দেখি ডান হাত ততই নরম
বউ ঝিয়ের গলায় কাঁটা আজ ভাইয়ে্র মাথা গরম!


দেশের অধিকর্তা থেকে বিদেশবাসি শেখায় দেশাচার
দেশাত্ম-বোধের সংগীত বাঁজে কিন্তু কর্তা দেশান্তর!


যেদিন জাতি একবার জেগে উঠবে  বুঝবি সেদিন
জ্বালা কি ?
মা হারানোর ব্যাথা কারে বলে,সেটার অবকাশ কি?


নেশার ঘোরে একবার যাকে মা বলে ডেকেছিস সে
নেশার ঘোর যেন কাটে না ;
কারণ মা,মাটি ও মাতৃভূমি বন্ধন বড়ই সুনিবিড় ।


আমি প্রতিনিয়ত দেখেই চলেছি মিটিং,মিছিল খুব
দলাদলির মনস্তাপের উত্তেজনায় তরঙ্গ বিক্ষোভ।


কর্ম, ধর্ম ও কথা মিল হলে হয় যেমন শৃঙ্খলতা;
ঠিক ত্রিপদে্র পূর্বে অ বিন্যাসে হয় বিশৃঙ্খলতা।


দেখ ঐ মায়ের অভিবাদন
আমার সন্তান হয়ে আমার সন্তানকে করিস শাসন ।


দুর্বিত্ত আর কাকে বলবি-যে ছিল তোর ভাই,
দুষ্ট রাখাল পশু ছেড়ে আজ মানুষের পরিচালানায় ।


একবার দৃষ্টির নন্দনে ভেবেছিস কি আমাতেই তোর
সমাধি, আমাতেই বাড়ি ঘর;
আমাকে বাদ দিয়ে প্রতিনিয়ত পরকে করিস আপন।