প্রভাতি আর ডাকেনা আমায় আচমকা আলোর ঝলকে মিষ্টি হাসিটি দেখাতে চায়নি সেদিন ।
সারাদিন বৃষ্টিস্নাত, জ্যোতিহীন চোখে দেখি রাতের সন্ধা-তারা জ্যোৎস্না ভরা দিনের মাঝে ভালোই ছিল জোনাক বাতির রাস্তার মাঝে নীল পরিদের আগমন ,
তাই আমি এক পরিকে বললাম-
তোমরা দেখতে অপরূপ, কিন্তু কেন জানি লজ্জার ছোঁয়ার অভাব সুভাসিত হাসির মাঝে ভারি দুষ্ট তোমাদের চোখ,
ঐ চোখের দৃষ্টি বন্দি হয়েছে একবার যে যুবক তার জীবনে থাকেনা আর দুঃখ কষ্টের প্রকোপ ।
সে বলল এমনি করে বললে লজ্জা লাগে খুব, প্রকৃতির অপরূপ রহস্যের মাঝে আমি অপরূপ কিন্তু ভালো করে চোখ মেলে দেখ আমি সুন্দর কারণ এই বিশ্ব প্রকৃতি অপরূপ।
হয়ত আমি সুন্দর সৃষ্টির নিকেতনে কিন্তু তার চেয়ে সুন্দর তোমার মন পাইলাম প্রমাণ তোমার স্বরব্যঞ্জনে,
ধলা চোখের মিষ্টি জ্যোতি দেখতে পারো খুব দেখনিত চোখের কোনে লুটিয়ে থাকা দুঃখ ।
আমি ভাবি আর বলি
দুঃখ যদি নাইবা থাকবে সুখ বুঝিব কেমনে তাইত মহামায়ার অপরূপ ছাঁয়ায় অন্ধের মত ঘুরি তোমার বিহনে।
স্বপ্নের এই নিলাভুমি আমায় ডাকে আর বলে সময় চলে যায় ডুবলো বুঝি বেলা, দিন পার হলে মিটে যাবে আলো-আধারের মাঝে সাধের রঙ বেরঙের খেলা ।
এমনি পরি জানি মিলবেনা বাস্তব দিনের বেলায় আসলে ভাবুকের চোখে বাঁধে বাসা এই অন্তিম দিনে প্রকৃতি ছাড়ার মায়ায়।