চোখের বিষাধ আর মনের নিগূঢ়তা যদি আলাদা হয়,
তাকে চিনতে পারা বড় দায়।
যুগের বিড়ম্বনায় ভেবে নিচ্ছ ভ্রমর বোধ হয় খ্যান্ত
ভাবনাটা মালির নিছক অভিমান ছাড়া কিছু নয়,
দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর শেষে ভ্রমর হবে শান্ত।
কষ্টের সাধ না বুঝলে আনন্দের অনুভূতি বোঝা যায়না,
যেমনি কষ্ট ছাড়া বিশ্রামি যেন আত্মকষ্ট অতিশয়
তেমনি যে ভালবাসতে জানে সামান্যে তার মন ভরেনা ।
কেউ বিশ্রামের চরম সীমায় এসে সন্ধান খোঁজে কাজের
কেউ স্বপ্নের সেতু বানাচ্ছে বিষাধে, কেউবা আবেগে,
কেউ কষ্টে কাতর শেষে খোঁজে কালেরমায়া বিশ্রামের।
এত স্বপ্নের মাঝে আমি তাদের স্বপ্নের কূলকিনারা খুঁজে পাচ্ছিনা
আমি চাষা সারাদিন মাঠে খাটি আর ভাবি স্বপ্নকি পূরণ হবেনা ?
যে উপর তলায় বসে তারো একটা স্বপ্ন আছে সে ভাবে -
যে স্বপ্নের বীজ বুনেছি সে স্বপ্নের ফল কি পাবেনা ?
এই অভাবি মানুষগুলো বুঝেনা তাদের মাঝে অভাব ছিল প্রেমের
কারণ যে যেমন কর্ম করুক তার একটাই ফল ফলবেও প্রেমের।
তাই কর তারে যতন ওরেও স্বজন প্রেমেরি রতন ধরণী সম্ভারে,
তবেই মিলিবে ফল মনের মতন প্রেমের বাজারে একধারে ।