ভাবিয়া রসিক পাইলাম একি বেত্রাঘাত না দিয়া স্বপ্নিলা দিল ফাঁকি
আজব সুখের আজব মানুষ ভুল খেলায় একুশ দেখাবেই বা কি ?
আমি অনেক কিছুই দেখতে চেয়েছিলাম কই সবিত বাকি।


এইত সেদিন কিছুদিন আগে ভাবতাম দুনিয়া বড় মানুষ ছোট
আজ দেখি তার উলটা ভাবতেই বেঁজে যায় বিদায়ের ঘণ্টা
দুনিয়াটা আসলে এই মানুষের তুলনায় অনেক ছো্ট।


কি গান শোনালে রবী তুমি আজো দেখি তাহারো পরাণে
স্বপ্ন ভুলে নেশায় মজে নতুন কণ্ঠে গান গেয়ে সে দুলে
বিষাধ গুলো গেল চলে তার নতুন নাগর পেয়ে।


আমি বিন্দুতে বন্ধুত্বের পরশ দিয়ে সিন্ধু সাজিয়েছিলাম
তবুও আমি নচ্ছ্বর, উৎশৃঙ্খল আবার হতাশায় উদাস
কিসের কারণ জানেন -এক মাত্র প্রেমের কারণ।


ভেবে দেখেন বিবেকবান বিবেকানন্দ -মিলায়ে ছন্দ
প্রেমের থেকে বড় কিছু নাই প্রেমই হাসায় প্রেমই
কাঁদায় তাই প্রেমেই পাই কীর্তিরসের গন্ধ।


তাই প্রেমের টানেই ফিরে আসি বারে বার
আবারো নতুন করে বীণায় লাগাবো তার;
ফিরে চলে যাই পাইতে সুখের মহানন্দ।


সপ্ততারের নিন্দিত সুর শুনলে লাগে সরম
প্রেমই পরম সরল প্রেমেই আমি নরম;
আবার এই প্রেমেই হয় মাথা গরম।


কালের পিড়ায় প্রেমে খুঁজি স্বাচ্ছন্দ
প্রেমের লিলায় প্রতিনিয়ত মানুষ ;
প্রেমেরি মাঝে প্রাণবন্ত।