জীবন অনেক ছোট বেলা থেকেই পিপিলিকার মত দৌড়াচ্ছি
শুধু তোমাকে পাওয়ার জন্য কিছু উপহার আজো গুছিয়ে রেখেছি  
যা তোমার অজানা!
একটাই অনুরোধ তুমি চোখের অগোচরে কারো মুখাপেক্ষী হয়োনা,
ভুলের অনেক শব্দ এখনো তোমার দৃষ্টির অগোচরে!


চারিদিকে ভোগের সামগ্রী বিলাশ বহুল রাজত্য
একদিনে শেষ হয়ে যাবে সব কুসিদের আভিজাত্য!

যেদিন সব দুয়ার খুলে দেব বুঝবে আমি কেমন করে তোমায় সাজাতে চেয়েছি;
তবে এখন আর প্রশ্ন করবনা শুধু অনুরোধ করব,
পাশে পাওয়ার ভালো থাকার আজোতো আছে আকাঙ্ক্ষা।