কতযে প্রিয় এলোগেলো কেউ থাকেনা ঘরে
অল্পদিনের পরিচয় বলে নাবুঝে লুকুচুরি করে ।
আমার প্রিয় জনের গতদিন জন্মদিন গেল
তাকে কিছু দিতে পারিনি বলতেও পারিনি ,
অনেক বড় দুঃখ কি দিয়ে্যে বোঝাব জানিনা,
তার প্রতি আমার কোন অভিমান নেই ,
শর্ত ছিল বাজি ছিল আরো ছিল প্রেম
প্রেমের টানে কাছে আসত পাশে বসত
আবার বলত সমস্যা কি এবার বলেন ।
সে ছিল ডাক্তার আমি ছিলেম রুগি
তারে ছাড়া একদিন যেন নানান রোগে ভুগি।
তাকে ভালোবেসে যাওয়াই ছিল আমার কাজ ,
অনেক বেশি ভালোবাসি তাকে সাদামাঠা তার সাঁজ ।
সে কি আমারে ভাবে জানিনা ,তাকে দেখতে খুব মনে চায়,
দুঃখ একটাই আমি তার জন্য কিছুই করতে পারি নাই।
দুধে আলতা বরণ তাহার মুক্তা ঝরা হাসি
একটু সুখের পরশ পেয়ে প্রেমেই যেন ফাঁসি।
হাসিলে যেন মোমের মত গলিয়া পড়ে ঢলে
কাঁদিয়া করে আঘাত আমায় ছুঁরি মারে ছলেবলে ।
বুদ্ধিমতি সে বিশ্বাসঘাতিকা নয় যেন অধোরা গোলাপ
তারে নিয়ে স্বপ্ন দেখে নিজেই করেছি পাপ ।
তার পরিচয় সে নিজেই
তাকে কাছে টেনে আনতে চেয়ে কতকিযে সে বলে
প্রেমের জ্বরে পুড়ায়ে আমায় আবার নিত্য লিলা খেলে
আমারে পুড়াইয়া রটিয়া বেড়ায় আমিযে পাগল ছেলে।
সে আমাকে স্বপনে দেখে প্রতিনিয়ত আমি দেখি আনমনে
জানিনা আসবেকি ফিরে ভাগ্যবতি আমার কুঁড়ে ঘরে ?
ছেড়েই যখন যাওয়ার ইচ্ছা ছিল আসতে কেন বারে বারে
ঘুম আসেনা মন মানেনা প্রিয়সী এখন শুধু তোমার তরে।
ভুলতেই পারিনা ময়না তোমায় বারে বারে গিন্নি বলি স্বরে
কি করি খোদা আমিযে প্রেমের মরা একটি পাগল ছেলে ।।