সেই কতদিন আগের কথা,
                ফেলে আসা দিনগুলি অযথা
সময়ের মূল্য ছিলনা ততটা।
হাসি আনন্দে ভরা আলো
                  এই যেন জ্বালিয়া গেল ।
সুন্দরের সুর মূর্ছনায়
                 উঁকি দেয় নীল ধ্রুব তারা
ভাবি যদি পেতাম ফিরে,
                   পুরানো পান্থ পথে হাসি
আনন্দের মেলা।
যত দিন যায়,নতুন আলো জাগ্রত হয়
                  ভুলি সকল আশা ভালোবাসা।
যদিও সুন্দর ধরণী সেজেছে নতুন সাঁজে,
তবুও ভাবি একই ফুলের বাগানে
                ফুলতো একই আছে, নামে শুধু
কুঁড়িগুলো বদলেছে ।
এটা যেন কথা নয় আছে প্রমাণে-
"বর্তমান, অতীত, ভবিষ্যৎ প্রতিটা ক্ষণে।"