কতদিন কতরাত তুমি আছ একেলা
বিধেছো মোরে তৃষিত নয়নেতে
কত নিশি কত চন্দ্রিমা রাতে
নয়নেরও নীড় শত বিরহে
সপিগো আমায়
আপনাতে।।
সপেছি জ্বালা প্রিয় তোমাসমাধির পাশে
তুলসী তলাতে, জবা প্রসূনের অঞ্জলিতে;
কেন তুমি হায় রাখিলে মোরে পায়েতে  
বেড়ি আস্ফালনে ।।
সঙ্কিত মন, প্রেমের এলগন, তুমি নাই
আজ বিরহ কানন;
আলো জ্বেলেছি প্রেম  প্রদীপের শিখার
আলোতে।।
দেখ প্রিয় তুমি মোরে  অন্তরালে জুড়াও
জ্বালা প্রিয় তোমারি বিরহে মন হারাতে
স্মৃতির পাতায় তুমি সন্ধারাতে কল্পিত জবে।
কৃষ্ণ তুমি আমি রাধা উদাসি মনে গাহি
গান বসে সেই পুরানো খাটে নিভৃতে
তোমাতেই ভাসি তোমাতেই মরি
আমি একেলা নির্জনে।।