মানুষ বাঁচে কর্মের ছলে,হিয়া চলে অন্য মতে
চায় যাহা  পায়না তাহা, যদি পায়  ঝরে যায়
ক্ষণিক হায় দেখা দেয় অশান্তি;
মনে ভাবে এযেন অবিচল, অন্তিম, অনাবিক
দৃষ্টান্তি।।
ভাল কাজের ভাল মান, মুখে মুখে গেয়ে যান
কাজে করে দুষ্টামি, মাঝে মাঝে স্রষ্টামি ।।
হিয়া জালের বন্ধনে, জড়ালেনাতো আজীবনে;
গুরুজনে গেয়ে বলে,  নিজ বিদ্যা বড় বিদ্যা
যদি পাও প্রশান্তি।।
বড় যদি হতে চাউ, ছোট তবে আগে হও;
গুরু শীর্ষের মাধ্যমেতো মিলে জীবনের প্রশান্তি।।
গুরু ভক্তি, গুরু নতি করে যেইজন
সেই হল স্মরণীয় বড়দের মাঝে একজন ।।
কাজই আসল, কাজই নকল, কাজই আপন জন;
বুঝবে সেটা শেষ বিচারে, কর্মে মিলাবে আসল
সবি কর্মের ফসল।।