কে তুমি ভাবি সারাক্ষণ আলোচন আনমন
কি সুধা তোমায় বলতে পার আমায় ?
কোনসে মায়ায় তোমার প্রেমের আড়ায়
মাতিয়ে তুলো আমায়?
আমি লুপ্ত প্রতিমার সুপ্ত প্রেমের আড়ায়
খুঁজি তোমায়,
ও সন্ধিত্সু মন দেখো তোমার জন্য চেয়ে
আছি আজো;
কিগো তুমি একটু কথা রাখবেনা ?
আমি দুষ্ট ছিলাম তোমায় পেয়ে, শিষ্ট ছিলাম
তোমায় নিয়ে, এখন শ্রেষ্ট হতে চাইনা আমি
তোমায় হারিয়ে।।
কি ভালোবাসায় বেঁধেছো আমায় বলতে পার?
সংসার ছাড়া কী দিয়েছি আমি তোমায় ?
এই সকল মায়ায় কেন তুমি মোরে আষ্টেপিষ্টে
বেঁধেছো?
চোখের সামনে দেখলাম তোমায় চিতায় জ্বলছে
তোমার দেহ ;
জ্বলছে যেন সব জ্বালানি হৃদয়ের কাছে হেন
এজ্বালা কেমন জ্বালা !
চিতায় জ্বলার আগুন তুমি হৃদয়ে বিধেছ ।।
চিতার জ্বালা কিবা জ্বালা, জ্বালা দেখ এই বুকে
তোমায় ছাড়া বিরহী আত্মা চিতার দ্বিগুন জ্বলে।।