খুঁজেছ নতুন ভবিষ্যৎ, তোমরা মানুষ খোঁজনি
দেখেছ নতুন দিন, রেখেছ অতীত করে
বর্তমানে ধরে রাখনি;
বিবেক কারে কয়রে মানুষ আজ়ো শেখনি!
মানুষ হয়েও মানুষের পরিবেশে থেকে মানুষ
হওনি।
বিপদ কারো দেখলে মানুষ এগিয়ে আসেনি
বরং তাই দেখে সব প্রচারনায় পত্রিকায় ছাপা,
মিডিয়া যেন আজ রঙের মানুষ গুলি।


এযে ছিল রাজাকা্রের বৈশিষ্ট তামাশার বৈঠকি,
রাজপথে আজ রক্তের বন্যা প্রতিবাদের মানুষ
নাই, বিবেকবোধ হারিয়ে তারা আজ তামাশায়
লিপ্ত হয়।
ভুলে গেছে মানুষ, যে লোকটি রাজপথে মরে
কাল হতে পারি আমি, আজ যে ছিল অন্যের
সন্তান, কাল হতে পারে আমার।


কি সব বুন শেয়ালের হুক্কাহুয়া চারিদিকে যেন
সবি মূঢ়, অজ্ঞান মানুষ জ়াগরণের মন্ত্র শেখেনি!
আজো বিবেকবোধে দুর্বল মানুষ কোর্ট-মার্শাল
ছাড়িনি।