আধার-ঘন দুটি আঁখি ছুটে চলে আলোর দিশায়,
তব ক্লিষ্ট যাতনা নিয়ে পা বাড়ায় মুক্তির আশায়।
কণ্ঠকাকীর্ণ পথের পথিক ছিলাম আমি নাই
মরনের ভয়।
আজো ঘুরি প্রজাপতির মত -
খুঁজি ফুলের ডগার জল, দৃষ্টি যত পড়ে আমার
কীট-পতঙ্গের পানে মহাকাল দেখা দিলে কিংবা
প্রলয়।
আমি সাধ পায়-
নর্দামার ময়লা যেখানে মশকের ভনভনানি অথবা  
ফুলের সুবাসে ভরা নির্মলা গন্ধ বাতাস যেখানে  
ভ্রমরের গুনগুনানী ।
আজো খুঁজি সেই মুক্তির ঠিকানা আসুকনা মৃত্যু
যদি মেটে জ়্বালা, মেলে মুক্তি
বিস্মৃতির অতলে তলিয়ে যায় শত অপকীর্তি।