তুমি ছিলে বলেই বসন্ত এত সুন্দর, অপরুপ
মুখের ভাষা নাই, প্রকৃতির আভা যেন তোমার
সৌন্দার্য ছাড়া কিছু নয়।।
কত সুপ্ত ভাষা, কত কথা শুনেছিলেম প্রকৃতির
অস্মদাদির অপলক আঁখি মনটা যেন অস্থির।
মেঘ কালো কেশ তোমার খোঁপায় গাঁথা ফুল
হলদে শাড়ির বাহারি শোভা, হাতে রেশমি চুড়ি
সোনালি কানের দুল।
মনটা আজ পেল যেন তৃপ্তি তাকিয়ে ছিলাম
তোমার মলিন মুখে হাসির মাঝে শ্রান্তিহীন
হরিনির মত প্রেমািসক্ত চোখ ।
কোকিল স্বরে শুনলাম তোমার মিষ্টি আলাপন
কাটল যেন ফুলের পাশে আমার সাড়া দেওয়া
শব্দ গুন গুন সারাক্ষণ।
আমি আর ধরবনা এখন আঁড়ি যা খুশি নিয়ে
যাও আমার কাছ থেকে কাড়ি।
তুমি ছিলে অপরূপ তুমি যেন দিশা চোর
মায়াভরা এই পৃথিবীতে তোমার প্রেমে আমি
অঘোর।