সত্যের দ্বন্দ্বে মিথ্যা যদি সত্য হয় মিথ্যাই তবে
বলি, দূরের ঐ মানুষগুলো নিজের দিকে টানি।
আয়রে আয় তোরা আয়, মিথ্যা ভুলে সত্য বুঝে
ধর গিয়ে প্রভুর পায়; তবেই পাবি বিশ্বপ্রেমিকের
সন্ধান বিশ্ব বসুধায়।
খবরদার -
মানুষ হয়ে মানুষকে কখনো আঘাত করিসনা
বিশ্বাসের এই বীণার তারে আর মরিচা ধরাসনা
দুদিনের এই মিলন মেলায় দুর্ভোগ বাড়াসনা।
বিপদের বেলায় ইয়া নাফসি বলবি সেদিন শোন
বুঝিতে পারবেনা আজকে সেদিনের কি হাল
বড় কঠিন সাজা হবে ভাইরে অতিশয় ভয়াল।
পাপি বান্দারা সাজা পাবে যদি পূণ্যে ধরে ঘুন
পাই কোরআনের বর্ণ্ন শোনরে মানুষ শোন
আগুনের জিঞ্জিরে পুড়বে তোমরা ইনসানুন।
শেষ বিচারে থাকে যদি মানুষ চুল পরিমাণ ভুল
মিজান পাল্লায় ওজন দিয়া শাস্তিতে করিবে উসুল
আবার ভাল কাজে ফল দিবে আল্লাহ বাসীরুন।
সময় থাকতে মানুষ কূলে পুণ্যে ছেটাও চিনিনুন
দানের খাতায় নামটি দিয়ে বিপদ কাটাও মন
তওবা করি চাহি পানা আলক্বাযি ইয়া কাদীরুন।