তোমার আমার ছোট ভাইটি
ভাতের আশায় দিন কাটাইত
সেদিনও মায়ের কোলে ছিল,
হেসে খেলে সময় কাটাইত।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে,
মায়ের সাথে বাজারে যেত,
ফিরে এসে খালি হাতে,
ক্ষুধার জ্বালায় কাঁদত অবিরত।
ভাতের বদলে লাথি খেয়ে,
কোণে বসে থাকত চুপটি করে,
একদিন ক্ষুধার জ্বালায়,
চলে গেল সে পথের ধারে।
সেই রাতে আর জাগেনি,
মায়ের কোলে ফিরে আসেনি,
ক্ষুধার জ্বালা, অনাহারের ব্যথা,
মাটির নিচে চাপা পড়েছে চিরকালের মতো।