কোয়েল পাখি গান করে মধুর সুরে সুরে,
চিল,বাজ মহারাজ উঁচু গগনেতে উরে।
ময়ূর পাখি পেখম খুলে নাচে তালে তালে,
টুনটুনি বাসা বাঁধে বেগুন গাছের ডালে।


ফিংগে পাখি খাদ্য পেতে করে চতুরায়,
বক পাখি মাছ ধরে বসে নিরালায়।
রাজহাঁস ভোরে উঠে করে হাকডাক,
আকাশেতে উড়ে বেরায় শালিকের ঝাক।


সব থেকে বড় হল উট পাখির ডিম,
রাত্রিতে পেঁচার চোখ জ্বলে টিম টিম।
চড়ুই পাখি উড়তে থাকে ফুরুত ফুরুত করে,
ঘুঘু পাখি ডাকতে থাকে গুটুর গুটুর সুরে।


বাঁদুর পাখি উল্টা হয়ে ঝুলে গাছের ডালে,
বুলবুলিরা ঝাপট মারে কৃ্ষকের ধানে।
পাতি হাঁস জলে ভাসে যতই হোক হিম,
খেতে বেশ ভালো লাগে মুরগীর ডিম।


পায়রা পাখি বাড়ীর মাঝে দেখতে লাগে বেশ,
কাক, চিল সাফাই করে মোদের পরিবেশ।
তোঁতা পাখি কথা বলে মানুষের মত,
এজগতে পাখি আছে আরো কত শত।


     ............ *** ............