মোর দুয়ারে আসিয়াছে সন্ধ্যাতারা,
দেখিয়া আমি হইয়াছি দিশেহারা।
সে যে জোছনায় করিতেছে ঝলমল,
আমি যেন নেশাতে হইয়াছি টলমল।


মধুর মুরলি কন্ঠস্বরে ডাকিছে সে মোরে,
কহিতেছে প্রিয় আমি আসিয়াছি তোর দরবারে।
কি শুনিনু হায় মোর কর্ণ-ইন্দ্রিয় মেনে গেল হার,
একি চমৎকার নাকি মোর হৃদয়ের ভ্রম সমাহার।


তাহার কাজল আঁখির ছাউনি পাগল করিল মোরে,
পাশেতে পাইয়া, আপ্লুত হইয়া দুলিতে থাকিনু সরোবরে।
যে ছিলো মোর হৃদয়ের অন্তরালে, সে আজ নয়নের সন্ধিক্ষণে,
একাল, ওকাল, পরকাল সবিগেছি ভুলি তাহার আগমনে।


               .............*................