দুহাত তুলিয়াছি প্রভূ তোমার দরবার,
আপন হৃদয়ে ক্ষমা করো অধম বান্দারে।
অজান্তে ভুল করিয়াছি মায়ার ভূবনে,
স্বদয়ে ক্ষমা করো, শান্তি পাই যেন মরণে।


জীবনের ক্ষুধায় হাজারো অঘটন গেছে ঘটে,
হয়তো তোমার অবাদ্ধ হইয়াছি ধরণীর তটে।
আমিও বান্দা তোমার অতি ক্ষুধাতুর,
ক্ষমা করিও ক্ষুধার জ্বালায় যদি হইয়াছি চাতুর।


প্রভূ আমি মরণেও কোন ভয় পাই না,
শুধু তোমার অভিশাপ পেতে চাই না।
অভিশপ্ত মরণ প্রভূ দিওনা কভু মোরে,
নিষ্পাপ শিশুর মত স্থান দিও দরবারে।


ঝরো হাওয়া-তুফানে চালাইয়াছি জীবন তরী,
হেলিয়া-দুলিয়া হয়তো হইয়াছি পাপের কাণ্ডারি।
জীবনের মোহে করিতে পারি নাই পুণ্যের কাজ,
ক্ষমা করিও, শেষ বিচারের মাঠে দিও না লাজ।


দেশ-দেশান্তরে ছুটিয়াছি জুটাতে পেটের ভাত,
অসহায় বান্দাদের করিতে পারিনি দৃষ্টিপাত।
নিজ স্বার্থে সবারে ভুলিয়া ছুটিয়াছি দিবারাত,
অমার অদম্য কর্মে প্রভূ হয়তো পেয়েছো আঘাত।


সবারে পিছন ঠেলিয়া মিটাইছি জীবনের স্বাদ,
অজান্তে করিয়াছি হয়তো কোন বড় অপরাধ।
মায়ার ভূবন ত্যাগিয়া তোমার সন্ধানে পদযাত্রী,
বিষাদ অন্তরে, অশ্রুনয়নে, মাথানত ক্ষমাপ্রার্থী।


        .............. *** ...............