মা-মাগো তুমি আমার গরভধাত্রী,
তোমার জন্যই মাগো আজ আমি জগৎ যাত্রী।
শিশুকাল থেকে দেখেছি তোমাকে,
শুধু আদর আর ভালোবাসা দিয়েছো আমাকে।
তুমি সারা জীবন বুকে আগলে রেখেছো আমায়,
মা-মাগো কী করে ঋণ শোধ করবো তোমায়।
তুমি সব কিছু নিঃস্বার্থ ভাবে আমায় করেছো যে দান,
মা-মাগো তোমার আঁচল আমার কাছে বেহেস্তের সমান।
এজীবনে যখনই হয়েছি রোগাগ্রস্ত,
মাথায় পেয়েছি তোমার করুণাময়ী হস্ত।
অবুঝ মনে আমি কষ্ট দিয়েছি তোমায় ক্ষণেক্ষণে,
তুমি হাসিমুখে সহ্য করেছো সবই অশ্রুহীন নয়নে।
কভু যদি অজান্তে কোন দুঃখ দিয়েছি তোমারে,
মা-মাগো তুমি ক্ষমা করে দিও আমারে।
খোদা যদি সিজদা করার দিতো অনুমতি,
মা-মাগো তোমায় সিজদা করতাম দিবারাতি।
যতই প্রশংসা করুক না এই লেখনি আমার,
মা-মাগো বিন্দুমাত্র ঋণশোধ হবে না তোমার।


              ............ * ............