হে পিতা, বঙ্গ পিতা!
তোমার বিরহে আজ
কাঁদিছে দেখ, শোকেও মাতম
বাংলার আকাশ, বাংলার বাতাস।


বাংলার মাটি কেঁদে হয়েছে লুটোপুটি
নদীর বুকেও শুনো কী করুন গান!
নিঃস্ব আজি বাঙ্গালি জাতি
হারিয়ে তোমার প্রাণ।


কালো পতাকার মিছিলে দেখ
চারিদিকে ঘিরেছে আঁধার
বুক ফাটা আর্তনাতে ডাকছে জাতি
ফিরে কী তুমি আসবে আবার?