কবিতা আমার- শুভ্রতারার রাতজাগানো পরী
কবিতা আমার- স্বপ্নচোখের প্রিয় অন্তরস্বরী।


কবিতা আমার- ভালোবাসার প্রিয়চেনা মুখ
কবিতা আমার- বন্দে আলী মিয়ার কুঁড়ে ঘরের সুখ।


কবিতা আমার- মেঠোপথের ভাওয়াইয়া গান
কবিতা আমার- বোয়াল পাড়ের কালু মাঝির তান।


কবিতা আমার- রাখাল বন্ধুর চির চেনা হাসি
কবিতা আমার- জ্যোস্না রাতের প্রেমহারা বাঁশি।


কবিতা আমার- বাদল দিনের ভিন্নি ধানের খই
কবিতা আমার- পুকুর পাড়ের হিজল ফুলের সই।


কবিতা আমার- আলের বলদের জাবর কাটার সুখ
কবিতা আমার- হাশেম দাদার জীবনের সুখ-দুঃখ।


কবিতা আমার- বেহুলা বিবির স্বামী ভক্তি প্রাণ
কবিতা আমার- ইসুফ-জুলেখার প্রেমকাব্য অম্লান।


কবিতা আমার- চৈত্রি রোধে পোড়া দেহের ঘ্রাণ
কবিতা আমার- সুফিয়া কামালের বসন্তহীন প্রাণ।


কবিতা আমার- ক্লান্ত দেহের শ্রান্ত বিশ্বাস
কবিতা আমার- বঞ্চিতের সুর, উষ্ণ নিশ্বাস।


কবিতা আমার- অপেক্ষামান মায়ের ছল ছল হাসি
কবিতা আমার- সন্ধ্যা বেলায় নীড়ফেরা জোড় পাখি।


কবিতা আমার- বাদল দিনের বানে ঢাকা গ্রাম
কবিতা আমার নিষ্পাপ জীবনের প্রেমহারা বদনাম।


১১জুন, ২০১৭, রাত-১২.৩০মি।
২৮ জৈষ্ঠ, ১৪২৪।