আজ কাল আমরা বড় আত্মকেন্দ্রিক হয়ে গেছি-
সবাই মিলে একসাথে মাঠে-ঘাটে যাইনা
বোয়াল খালে একসাথে নাইনা
বোশেখী ঝড়ে আম কুঁড়াতে
আম বাগানে যাই না
মইফল গাজির খেঁজুরের রশ
চুরি করে খাই না
আমির  দাদার ডাব নারিকেল
হাতের নাগাল পাইনা
পাখির কাছে হা করে দেওয়ান বাড়ির
জাম চাই না
বাদল দিনে ভেলায় চড়ে
খাল-বিলে হাতরাইনা
পাখির ছানা পারতে গিয়ে
বাগানে ঘুরে বেড়াই না


সবাই আজ আত্মকেন্দ্রিক ব্যস্ত জীবন নিয়ে
কার কী লাভ আছে বল অন্যের খোঁজ নিয়ে
নিজে করি নিজে পড়ি ধার-ধারিনা কারো
হায় রে জীবন আত্মকেন্দ্রিক রবি কত আরও?