আমি শতবার, বহুবার, বারবার;
এসে তোমার কাছে বাড়িয়ে দুটি হাত,
ভিক্ষা চেয়েছি প্রেম আমায় করো দান।
মজনু ছিলাম বেশ তোমার প্রেমেতে
তুচ্ছ করি সকল বাঁধা আত্মসম্মান।
যদি দাও প্রেম দেবো হৃদ কোরবান।
স্বপ্নভরা সুখ সব ছিল তোমাতেই
যদি না দাও প্রেম লাভ নেই বাঁচাতে।


দিলে প্রেম অবশেষে দয়া করে দান
মিথ্যা প্রেমেও বড় সুখ খুঁজে পেলাম।
ছলনাময়ী ছিলে বুঝিনি একবিন্দু
এ কেমন হৃদয় করলে প্রেম খেলা?
আমার প্রেম ছিল অটুট খাঁদহীন
ছলনাময়ী তুমি বড় হৃদয়হীন।