যেদিন মুদে যাবে আঁখি দু’টি চিরতরে
পড়ে রবে দেহখানি নীরবে নিথরে
মুছে যাবে সব জল্পনা
হয়ে রব শুধুই কল্পনা।
ভাববে শুধুই কেমন ছিলাম আমি
স্মৃতিগুলো হয়তো সাড়া দিবে কিছু সময়
নয়তো আরেকটু সময়।
আর কতক্ষণ, পিছনেই পড়ে রবে,
উল্টাবেনা হয়তো কেউ স্মৃতির পাতা
গুনে ধরা পাতাগুলো খয়ে খয়ে যাবে।
আর কিছুদিন, হয়তোবা একেবারে খুঁজে নাহি পাবে।
আঙ্গিনার পাশে আমার রোপা আম্র বৃক্ষখানি
থাকবে বেঁচে সেইদিনও হয়তো বা জানি
পরিচয় দিবে বলে কেউ-
তোমার বাবা কিংবা তোমার দাদার হাতে রোপা।
কিন্তু আমি নেই বলে কেউ কাঁদবে না
জীবন তো এমনটাই!!!