ও কলমের কালিরে
দেনা রে তোর হৃদয় খুলে
একটুখানি ছন্দ বেঁধে
আমার হৃদয় মাঝেরে।
লিখবো আমি তোরে দিয়ে
আমার জীবনটাকে
বিলিয়ে দিব ছন্দরে তোর
ভালোবাসী যাকে।
তুইতো জানিছ তারে আমি
ভালোবাসী কত
এই পৃথিবীর সাগরের জল
আছে ওরে যত।
এখন সে যে অনেক দূরে
আমায় ছেড়ে আছে
ইচ্ছে করে তার বিহনে
ছুটে যাই তার কাছে।
তুই যে কলম বড়ই আপন
তুই আমার সাথী
বলনা কলম তার বিহনে
কিসের ছন্দ গাথী।
সে যে কলম আমার জন্য
আছে বিবর হয়ে
যা না কলম ছন্দ নিয়ে
দে তার হৃদয় ছুঁয়ে।
বলিছ কলম তারে গিয়ে
পাগল তার জন্য
ছন্দখানা বরণ করে
করতে আমায় ধন্য।