উদিত হলো তারা ছিল দীপ্তমান
বাংলার সাহিত্যে,
বাজিল মাদল বাজিল ঢোল
বাংলায় ছন্দ নৃতে।


বয়ে গেলো সবুজের ইতিহাস
কালের স্রোত গানে
কে জানে তারা খসে যাবে
রেখে আকাশ ম্লানে!


কাঁদে সাহিত্য কাঁদে বাংলা
বিদায়ের শোকে;
থাকো তারা উদিত বেশে
চিরদিন সাহিত্যের বুকে।


(সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ২৭/৯/২০১৬ইং তারিখে না ফেরার দেশে পাড়ি দেন। তাঁর স্মরণে লিখিত আমার ক্ষুদ্র কবিতাটি উৎসর্গ করলাম।)