‘শরনার্থী!’
কে দিল এ নাম
মানুষ শব্দটি গুছিয়ে দেখি
মানুষেরই বদনাম।


মানুষের কাছে আরেক মানুষের
নাই কেন এ ঠাই?
সভ্যতার এ যুগেও দেখি
অসভ্যতার লড়াই!


মানুষ হয়ে চায়না নিতে
মানুষের কোনো ভার
কোথায় যে তার আসল ঠিকানা
বুঝেছি একবার?


মানুষ হয়ে মানুষকেই ঠেলে দিচ্ছি
সর্বনাশা ঝড়ে
কী লাভ হবে বল যেদিন
বন্ধি হবে খোদার ঘরে?


হিংসা বিদ্বেষ ভুলে মানুষ
বাঁচো মানুষ হয়ে
শুভ বুদ্ধির উদয় হোক
আসুক সভ্যতা বয়ে।
৬/১০/২০১৬
২১ আশ্বিন ১৪২৩