শারদীয় মহা উৎসব আমেজে
মাতোয়ারা চারিদিক
কাঁশের ললিতা বুনিছে শাড়ি
মাকে পড়াবে রূপের করণিক।


সেজেছে দুর্গা অপরূপ রূপে
মমতার আঁচল ঢেকে
কে করিবে আজ কিভাবে বরণ
ব্যস্ত চারিদিকে।


আকাশ মেতেছে আলোর খেলায়
কিশোর-কিশোরীর নাচে গানে
শান্তিবার্তা ছুঁয়ে দিবে আজ
দুর্গা মায়ের প্রাণে।


দূর হবে যত অশুভ ক্ষণ
পুজার লক্ষ্য হোক তাই
ধর্ম ভেদ ভুলে যেন
বাঁচতে পারি হয়ে ভাই ভাই।