টিভির পর্দা ছাড়তেই লাগে ভয়
হায় রে কোথায় কী যেন কী হয়!
মায়ের ভেজা কান্না চোখে
বুক ভাঙ্গা ছেলের শোকে
লুটায়ে পড়ে লক্ষ্মী বধু
স্বামী হারানো বেধনা বুকে।
অবুঝ শিশু বাবা হারিয়ে
এপাশ ওপাশ ছুটছে কেঁদে।
গুম সিরিয়াল দেখতে দেখতে
নিজের মাঝে ভয় আসে যে
এই বুঝি হায় আমার জীবন
কখন জানি হারাবো যে!
অন্ন পাথেয় অন্বেষণে
নিয়তি নেয় কোনখানে
ফিরে কিনা আসবো বাসায়
বধুয়া মোর আতঙ্কে কাটায়।
ঘুমের ঘরেও স্বপ্নতে ভয়
এই বুঝি ছাদ ধরাস হয়
ভেজাল রটের ভেজাল কৌশলী
প্লানহীন যে দালান বানায়।
হায় রে আমার ভয়ার্ত জীবন
কোন খানে যে শোভা পায়!