জীবের শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়া গড়িল খোদা মানবজাতি
অপরূপ রূপে সাজালো আদম দিয়া আপন জ্যোতি
অনুরোধ ফেলে একনিষ্ট ফেরেস্তাকুলের মানব প্রেম সন্ধানে
সাজালো ধরা বিমহিত রূপে, মানবের প্রেম বন্ধনে।


জোড়া বন্ধনে দিল খোদা এক নর-নারী
নিরাপদ আশ্রয়ে গড়িল মানব ঘর-বাড়ি
কাটিল দিন পরমানন্দে ভ্রাতৃত্ব বন্ধনে
নামিল মানব বিশ্ব জয়ের আধুনিক সন্ধানে।


মোহ গ্রাসে নির্লিপ্ত মানব যুদ্ধে দিয়া ঝাপ
কারিয়া আনে যুগে যুগে বিধ্বংসী অভিশাপ
হারালো কত জনপদ আছে ইতিহাসে অক্ষত
আবার কী মানব ধ্বংসলীলায় হয়ে গেল ব্রত?


নেশায় এখন লিপ্ত মানব অভিশপ্ত পিশাচী রূপ
সভ্যতার যুগেও অসভ্যরূপে সমাজের বিবেক চুপ
জানোয়ারদের হাতে পায়না রেহাই কিশোরী কোমলমতি
ধিক! ধিক! পিশাচ তোরে সাময়িক সুখে করলি মায়ের ক্ষতি।


ধর্ষণ, খুন, চাঁদাবাজি, সন্ত্রাস, জঙ্গিবাদ, দখল, রাহাজানি
কে দিল ধরায় এই ভয়ার্ত, অভিশপ্ত শব্দগুলো আনি?
ছত্রছাঁয়ায় যতই তোরা অপকর্মের পেয়ে যাসনা মাপ
একদিন তোদের ধ্বংস করবেই এই অভিশপ্ত পাপ।
২৮ অক্টোবর ২০১৬,
১৩ কার্তিক ১৪২৩