“কবিতা হলো এক কাপ চায়ের মত।
মনেকরুন, এক কাপ ফুটন্ত পানিতে
একটি টি-প্যাক ডুবিয়ে দিলেন
আর কত গভীর থেকে এর নির্জাস রস বেরিয়ে এসে
এক কাপ মজার চা তৈরি হলো।
আর পানকারী এই চায়ে চুমুক দিয়ে
তাঁর সমস্ত ক্লান্তির অবসাদে তৃপ্তি নিল।
কিন্তু এই এক কাপ চায়ের পিছনে
একটি টি-প্যাকের পিছনে কত যে রূপকার নিহিত আছে
তা পানকারীর ভাবনার বিষয় নয়।
কিন্তু একজন কবি মাত্র এই বিষয়ে ভেবে থাকেন।
আর এ কারনেই তার কবিতা রসে পরিপূর্ণ হয়ে ওঠে।
এখানেই কবির শ্রেষ্ঠত্ব।"
             ৩০/১০/১৬খ্রিঃ
             ১৫ ভাদ্র ১৪২৩ বঙ্গাব্দ