ভাবি- এই বুঝি রাতটা আমার সাথে শোবে
না, সে পাশ কেটে শোয়
আবার ভাবি- এই বুঝি নরম শিল্পের মতো
ঘুম তার সোহগে জড়াবে।
স্বপ্নেরা পিছু নেয়
সশস্ত্র বাহিনীর মতো করে তারা আমাকে তাড়া করে।


কিন্তু একটি ফুয়ের উপস্থিতি- দেহটা আমার
একটু ঘুমাতে চায়।


কবুল পড়া জ্যামিতি সেও ডাকে মধুরতায়
হায় উপেক্ষিত ঘুম! হায়!
যেদিন শোয়ে যাবো মাটির তলায় কিংবা হাওয়ায় হাওয়ায়
সেদিন চিনে নিও, আদি আদমতায় চির নিদ্রায়।