শীতকার অভিমান ভাঙাতে তোমার
চুলায় উঠে সেই আদি পাঠ, সামান্য লুলোভ পথের জ্বরে কথা ও স্বাদেরা চেটেপুটে খায়, পাপ পূণ্যের বোটা ছেরা কষের উত্তাপ ।
নির্ঘুম ইবলিশ অপরূপ চৈতন্যে ফেরায়
জলসৌধের প্রজ্জ্বলিত বাগান,
গৃহচুত কঠিন তবুও গোলক মেপে
মানচিত্রেই বুনে প্রাণের সাম্পান ।


নিরুদ্দেশ স্বপ্নেরা শুধু সাঁতরায় আর
সাঁতরায়...