( আপনা মাংসে হরিণা বৈরী – ভুসুকু পা )


আঁধার গহীনে ঝলকানির লোভ ছিল তার
ছিল মাড়াইয়ের স্বাদ আর নিশ্বাস দারুণ
স্রোতসী যাপনের সেই সুখ শিকারীর
উল্লাসে
দ্যাখো কি করে ঝুলে যায় বাতাসের কোলে
ঘোর অমানিশায় কিংবা বল্গাহীন
জোছনায়
অন্ধ নিষেকের মত মাতম ছিল যার
প্রান্তরে
সেই য্যানো আজ নিজেই নিজ
কায়াতে শত্রু
ধ্রুপদের যৈবতী কিবা হরিণা মাংসের মত
করে।