দোকানের ভাঁজ কাপড় গায়ে
আগুন জ্বেলে ছাই হতে চায়।
লজ্জায় আকাশ ঢাকতে চায় মুখ
ধ্বংস জজ্ঞের মারণাস্ত্রেরা
নিস্ক্রিয়তায় করে হাহাকার
ডাকে হাবিয়ার ক্ষুধা অপার।


হে যুবক! হে যৈবতী নগ্নতার!
দেরি! দেরি! দেরি যে সহে না আর!


চোখ বেয়ে ছুটে যে নুন বাহার
গোপনের স্পন্দিত পাহাড়
বহু বাহুতে ঢেউ বিকি কত আর?
হে উলঙ্গেরা! এবার দাহ্যতা মিটাও
অনন্ত এই আমার।