উৎসর্গ - কবি রফিক আজাদকে 


কবি, কার কাছে কব এ কথা 
রাস্তা ঘাটে অপিতার ছেলেরা আজকাল
উলঙ্গ আকাশে ডালে হাউসের পানি 
ওদের কিছু কন,  ওরা কি চায়?  
দেশ? নাকি নরকবাদের নষ্টামি? 


নৈশ্বের নির্বাস দিনের দারুণে সুখ ছড়ালে
সরমেরা দ্রুত পালায় ইতিহাসের ভাঁজে। 


কবি, ওই উচ্চারণ শুধুই কি- অডারি?


ওতে নাই কি সর্বসাকুল্যের কথা?  


ভাত মানচিত্রের সেই চেনা ঙ্কার ধ্বনি 
সময়ের পায়ে নমস্য দিয়ে ফিরে কি গেছে
রাজ পোষ্যে?  তৃপ্তির অন্তরালে? 


কবি,  কার কাছে কব আজ এ দুঃখের পদাবলি |